গ্রাফিক ডিজাইন বর্তমান সময়ের একটি চাহিদাবহুল এবং অতি জনপ্রিয় পেশা। কম সময়ে নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসাবে তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইন হল একটি অন্যতম স্কিল।
এই কোর্স টিতে আপনি গ্রাফিক ডিজাইন এর সকল প্রয়োজনীয় বিষয় গুল শিখতে পারবেন বিস্তারিত ভাবে এবং এই কোর্সটি বানানো হয়েছে নতুনদের কথা মাথায় রেখে। আপনার যদি কোন অভিজ্ঞতা না থাকে গ্রাফিক ডিজাইনের উপর, তাহলে এই কোর্সটি আপনারই জন্য। এই কোর্সটিতে ধাপে ধাপে বেসিক থেকে এডভান্স Adobe Illustrator এর সকল টুলস এবং টেকনিক গুলকে দেখান হয়েছে অতি সহজ করে যেন সবাই তা সহজেই বুঝতে পারে। কিভাবে আপনি ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করে একটি সম্পূর্ণ প্রোফেসনাল ডিজাইন তৈরি করতে পারবেন, তা আপনি শিখতে পারবেন এই কোর্সটি থেকে। এই কোর্সে কিছু প্রয়োজনীয় প্রোজেক্ট এর কাজ দেখান হয়েছে, যেমন- লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, ভেকটর ট্রাসিং ইত্যাদি। এই কোর্স শেষে আপনি এই সব ডিজাইন গুলো নিজে তৈরি করতে পারবেন।
এই কোর্সটি তিনটি লেভেল এ ভাগ করা। লেভেল ১ এ থাকছে বেসিক এবং অতি প্রয়োজনীয় গ্রাফিক ডিজাইন সম্পর্কিত বিষয় গুলো এবং পাশাপাশি Adobe Illustrator এর কিছু বেসিক কিন্তু অতি জরুরী টুলস এবং টেকনিক। লেভেল ২ তে থাকছে Adobe Illustrator এর অন্যান্য সকল টুলস এবং টেকনিক এর ব্যাবহার সম্পর্কে এবং কিছু প্রোজেক্ট। আর লেভেল ৩ এ থাকছে সম্পূর্ণ এডভান্স প্রোজেক্ট।