ভিডিও এই যুগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোন তথ্য আপনার ক্রেতা কিংবা আপনার প্রিয়জনের সাথে শেয়ার করার জন্য। ভিডিওের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, সাধারন ভিডিও কন্টেন্টের পাশাপাশি এখন ভিডিওকে অন্যরকম আকর্ষণ দিতে মোশন গ্রাফিক্সের দাম ও দিন দিন বেরেই চলেছে।
এই কোর্সটি দিয়ে আপনি কেবল মাত্র মোশন গ্রাফিক্সের কাজই নয়, আরও শিখতে পারবেন কিভাবে প্রোডাক্ট অ্যানিমেশন এবং এক্সপ্লাইনার ভিডিও বানাতে হয়। এই কোর্সটি আপনাকে বেসিক থেকে এডভান্স পর্যন্ত আফটার এফেক্টস দিয়ে ২ডি অ্যানিমেশন এর যাবতীয় বিষয় শিখাবে। আপনি শিখতে পারবেন কিভাবে আফটার এফেক্টস সফটওয়্যারটির পুরো অভারভিও, কিভাবে অ্যানিমেশন কাজ করে, কিভাবে বেসিক অ্যানিমেশন বানাবেন, কিভবাবে ইলাস্ট্রেটর ফাইল দিয়ে অ্যানিমেশন বানাবেন, কিভাবে একটি পোস্টার কে মোশন ডিজাইন এ রুপান্তর করবেন। এছারাও কিভাবে রটোস্কওপিং করবেন, গ্রীন স্ক্রীন দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কেরেক্টার অ্যানিমেশন করবেন ইত্যাদি সকল কিছু পাবেন এই কোর্সটিতে।
এই কোর্সটি তিনটি লেভেল এ ভাগ করা। লেভেল ১ এ আপনারা বেসিক থেকে শুরু করবেন, আফটার এফেক্টস এর সাথে পরিচিত হবেন, এছারাও শেষে থাকবে একটি ফাইনাল পরিক্ষা। লেভেল ২ এ থাকবে আরও এডভান্স কিছু লেসসন্স, জেইখানে কিভাবে প্রাকৃতিক গতি অনুসরণ করে আপনি অ্যানিমেশন গুলকে স্মুথ করবেন, ইলাস্ট্রেটর এর ফাইলকে কিভাবে ব্যাবহার করে অ্যানিমেশন করবেন, এক্সপ্লাইনার ভিডিও এর কাজ সহ থাকবে ফাইনাল পরিক্ষা এবং কিছু প্রোজেক্ট। লেভেল ৩ এ থাকবে ইউটিউব এবং সোশাল্মিডিয়া এর নানা অ্যানিমেশন, এছারাও এক্সপ্রেশন, গ্রীন স্ক্রীন, বেসিক VFX, লোগো অ্যানিমেশন এই লেভেলে থাকবে।
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলিতে কাজের উদাহরণ: